লোক পুরস্কার

বাংলা ভাষাভাষীদের পত্রিকা ‘লোক’র ১০ বছর পূর্তি উপলক্ষে লোক সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়েছিল ২০০৯ সালে। ১১ বছরে মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়েছিলো।

পুরস্কারপ্রাপ্ত লেখকগণ:

১. চঞ্চল আশরাফ ২০০৯
২. কুমার চক্রবর্তী ২০১০
৩. মুজিব মেহদী ২০১১
৪. মাহবুব কবির ২০১২
৫. ইমতিয়ার শামীম ২০১৩
৬. কামরুজ্জামান কামু ২০১৪
৭. সুব্রত অগাস্টিন গোমেজ ২০১৫
৮. মোস্তাক আহমাদ দীন ২০১৬
৯. আহমেদ স্বপন মাহমুদ ২০১৬
১০. সলিমুল্লাহ খান ২০১৭
১১. রহমান হেনরী ২০১৮
১২. সেলিম মোরশেদ ২০১৯

পুরস্কারের অর্থমূল্য ছিল ৫০ হাজার, উত্তরীয়, ক্রেস্ট, শংসাপত্র এবং পুরস্কারপ্রাপ্তকে নিয়ে প্রকাশিত হতো লোক’র বিশেষ সংখ্যা (এমন নজির পৃথিবীর কোনো সাহিত্য পুরস্কারের ক্ষেত্রে নেই)। যে বছর পুরস্কার ঘোষণা করা হতো তার পরের বছর আনুষ্ঠানিকভাবে প্রদান এবং তার পরের বছর সেই পুরস্কারপ্রাপ্ত লেখক সভাপতিত্ব করতেন (এমন নজিরও পৃথিবীর কোনো সাহিত্য পুরস্কারের ক্ষেত্রে নেই)। সেলিম মোরশেদ যেহেতু সর্বশেষ পুরস্কারপ্রাপ্ত লেখক তিনি ছাড়া সবাই সভাপতিত্ব করার সুযোগ পেয়েছেন।
বড় কোনো পুরস্কার পাননি (অথচ পাবার যোগ্য) এমন লেখককেই মূলত পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ২০১৯ সালে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ‘লোক পুরস্কার’ বন্ধ করা হয়েছে।

শেয়ার করুন:

আরো...

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরো...

‘লোক’-এর রজতজয়ন্তী আয়োজন

বাংলাদেশের সাহিত্যের ইতিহাসে একটি বিস্ময় জাগানিয়া লিটলম্যাগের নাম ‘লোক’। কবিতা যার প্রাণ। চিন্তাচর্চা ও গবেষণা যার অনুধ্যান। জনমানসের মর্মমূল ছুঁয়ে

Read More
Scroll to Top