বাংলাদেশের সাহিত্যের ইতিহাসে একটি বিস্ময় জাগানিয়া লিটলম্যাগের নাম ‘লোক’। কবিতা যার প্রাণ। চিন্তাচর্চা ও গবেষণা যার অনুধ্যান। জনমানসের মর্মমূল ছুঁয়ে যার একান্ত পথচলা।
দেখতে দেখতে সে আজ রজতজয়ন্তী পার করছে। আমরা বহুমাত্রিক সৃজন-আনন্দে সাড়ম্বরে শিল্পচিত্তের সঙ্গে তা উদযাপন করতে চাই।
এ উপলক্ষ্যে প্রতিমাসে অন্তত একটি অনুষ্ঠান হবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে। বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রথম এবং উদ্বোধনী অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ।