‘লোক’-এর আদম সম্মাননা প্রাপ্তি

বছরের শুরুতেই সুখবর।
কলকাতার ‘আদম’ লিটল ম্যাগাজিন সম্মাননা জানালো বাংলাদেশের লিটল ম্যাগাজিন ‘লোক’কে। আদম বিগত কয়েক বছর ধরে কলকাতার কবি ও লিটলম্যাগ এবং বাংলাদেশের কয়েকজন তরুণ কবিকে সম্মাননা জানিয়ে আসছে।

কলকাতার লিটলম্যাগকে পুরস্কৃত করলেও এবারই প্রথম বাংলাদেশের লিটলম্যাগকে সম্মাননা জানালো ‘আদম’। একজন লিটলম্যাগ সম্পাদক হিসেবে আরেকটি লিটলম্যাগ এর পক্ষ থেকে এই সম্মাননা খুবই গৌরবের।

আমি ‘লোক’ এর সহযোগী সংগঠন ‘লিটলম্যাগ প্রাঙ্গণ’ এর পক্ষ থেকে ২০০৮ সাল থেকে বাংলাদেশের একটি লিটলম্যাগকে পুরস্কৃত করে আসছিলাম যার আর্থিক মূল্য ছিল ১০ হাজার টাকা, সম্মাননা, ক্রেস্ট এবং পুরস্কার প্রাপ্ত লিটলম্যাগের উপরে ‘লিটলম্যাগ প্রাঙ্গণ’ এর বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হতো। প্রথম পুরস্কার পেয়েছিলেন ‘একবিংশ’ পত্রিকার সম্পাদক খোন্দকার আশরাফ হোসেন এবং সে বছরের সম্মাননা জানানো হয়েছিল ময়মনসিংহ জং পত্রিকার সম্পাদক সরকার আজিজকে। ২০১২ সাল পর্যন্ত ক্রমান্বয়ে পুরস্কার প্রদান করা হয়েছে : ঊষালোকে, চারবাক, কথা এবং অর্বাক লিটলম্যাগকে। ২০১২ সালের পর থেকে পুরস্কারটি বন্ধ আছে।

‘লোক’ এর চেয়েও আরো ভালো লিটলম্যাগ বাংলাদেশ থেকে প্রকাশিত হয়। আমি আশা করব আদম সম্পাদক গৌতম মন্ডল লোককে এ সম্মাননা দিয়ে যার যাত্রা শুরু করলেন, পরবর্তীতে বাংলাদেশের অন্যান্য লিটলম্যাগকেও যাতে সম্মাননা প্রদান করা হয়। একজন লিটলম্যাগ সম্পাদক হিসেবে আরেকটি লিটলম্যাগকে সম্মাননা জানানোর জন্য আদম সম্পাদক গৌতম মন্ডল কে ধন্যবাদ।

অনিকেত শামীম
সম্পাদক, লোক
১ জানুয়ারি ২০১৯

শেয়ার করুন:

আরো...

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আরো...

‘লোক’-এর রজতজয়ন্তী আয়োজন

বাংলাদেশের সাহিত্যের ইতিহাসে একটি বিস্ময় জাগানিয়া লিটলম্যাগের নাম ‘লোক’। কবিতা যার প্রাণ। চিন্তাচর্চা ও গবেষণা যার অনুধ্যান। জনমানসের মর্মমূল ছুঁয়ে

Read More
Scroll to Top